চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু
- আপলোড টাইম : ০৯:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৪২৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। শিশু জুনায়েদ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড় মাঝেরপাড়ার খাইরুল ইসলামের ছেলে।জানা যায়, গতকাল দুপুর ৩টার দিকে আশঙ্কাজনক অবস্থায় জ্বরে আক্রান্ত শিশু জুনায়েদকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধিন অবস্থায় বিকাল ৪টার দিকে জুনায়েদ নিথর হয়ে পড়লে তাকে জরুরি বিভাগে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুনায়েদকে মৃত ঘোষণা করেন। শিশু জুনায়েদ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মিলনের কাছে চিকিৎসা নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। এবিষয়ে শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলনের সাথে বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।