চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনকালে সার্ভিস ম্যানেজমেন্টের ডাইরেক্টর ড. জাহাঙ্গীর
- আপলোড টাইম : ০৯:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
- / ৯৩৭ বার পড়া হয়েছে
আপনি যদি এগিয়ে আসেন এগিয়ে যাবে হাসপাতাল ও দেশ
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্টের লাইন ডাইরেক্টর ড. কাজী জাহাঙ্গীর হোসেন। গতকাল শনিবার বেলা ৩টার দিকে সরকারি সফরে তিনি এই পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হাসপাতাল কর্র্তৃপক্ষ। এরপর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মিলনায়তনে চিকিৎসক, সেবক-সেবিকাদের উদ্দেশ্য নিজের জীবনের অভিজ্ঞতাসমৃদ্ধ দিকনির্দেশনামূলক আলোচনা করেন। এরপর তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রসূতি ওয়ার্ড, অপারেশন থিয়েটার, এক্স-রে কক্ষ, ব্লাড ব্যাংক, প্যাথলজি বিভাগ ও জরুরি বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তার সমাধানের কার্যকরি উপায় এবং সমাধান করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানসহ সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এসময় তিনি বলেন, হাসপাতালের মূল উদ্দেশ্য রোগীদের সেবা প্রদান করা। আমরা সে বিষয়টি নিশ্চিত করতে পেরেছি। আরো উন্নতমানের সেবার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। মন যা মানে না, চোখ তা কখনো দেখে না। প্রত্যেক ডাক্তার যদি মন থেকে একটি করে নিয়ম মানে তবে বদলে যাবে হাসপাতালের পরিবেশ। খুব শিঘ্রই উন্নত করা হবে হাসপাতালের অপারেশন থিয়েটার, প্রসূতিকক্ষ, এক্স-রে বিভাগ, ব্লাড ব্যাংক, জরুরি বিভাগসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রত্যেকটি ওয়ার্ড। উন্নত চিকিৎসা সেবা দেবার উপযোগী করা হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালকে। আপনি যদি এগিয়ে আসেন এগিয়ে যাবে হাসপাতাল, এগিয়ে যাবে চিকিৎসা সেবা তথা পুরো দেশ। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আলী হোসেন, ডা. পরিতোষ কুমার ঘোষ, ডা. ওয়ালিউর রহমান নয়ন, ডা. আসাদুল হক মালিক খোকন, ডা. মাহবুবুর রহমান মিলন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামিম কবির, মেডিকেল অফিসার ডা. তারিক হাসান শাহিন, ডা. আকলিমা খাতুন, ডা. শামিমা ইয়াসমিন, ডা. শিরিন জেবিন সুমিসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক, সেবক-সেবিকারা।