চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ড্রেন নির্মাণের তদারকি করলেন মেয়র জিপু চৌধুরী

শহর প্রতিবেদক,আফজালুল হক/রনি বিশ্বাস: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রবেশমুখে ড্রেনের একটি স্লাব ভেঙ্গে অনেক ভোগান্তির সৃষ্টি হয় চিকিৎসা নিতে যাওয়া রোগীসহ স্থানীয়দের। গত ০৩ আগষ্ট দৈনিক সময়ের সমীকরণে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপুর দৃষ্টিগোচর হলে তার নিজ উদ্যোগে ড্রেনের স্লাব পরিবর্তন করে নতুন স্লাব স্থাপনের কাজ শুরু করেন। মেয়র জিপু চৌধূরী গতকাল সকালে ঠিকঠাকভাবে হাসপাতালের ড্রেনের স্লাব স্থাপনের কাজ হচ্ছে কিনা তার খোজখবর নেন এবং কাজের স্থান পরিদর্শন করেন। এছাড়া তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের নূরনগর কলোনীতে নির্মানাধীন ড্রেনের কাজেরও তদারকি করেন।