চুয়াডাঙ্গা সদরের গড়াইটুপি বাজারে কর্মি সমাবেশে শী হাশেম রেজা
- আপলোড টাইম : ০৯:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৪৫৭ বার পড়া হয়েছে
আমি অধিকার বঞ্চিত মানুষের জন্য লড়তে চায়
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-২ আসনের অধিকার বঞ্চিত মানুষের জন্য লড়তে চায়, লেখাপড়ার সর্বোচ্চ ডিগ্রী নিয়েও যে যুবক চা বিক্রি করে, চাকুরী না পেয়ে ভ্যান চালায়, দুখিনী মা চিকিৎসার অভাবে জীর্ন কুঠিরে ধুকে ধুকে মৃত্যূর দিকে ধাবিত হয়, বৃদ্ধ বয়সে আশীতিপর বাবা দু’মুঠো ভাতের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাতে আমি তাদের জন্য লড়তে চায়। আমি লড়তে চায় বেকারত্বের কষাঘাতে জর্জরিত যে সম্ভাবনাময় যুবকগুলি ধীরে ধীরে মাদকের নীল ছোবলে নিজেকে নিঃশ্বেষ করে ফেলে তাদেরেকে আলোর পথে ফেরাতে, আমি লড়াই করতে চায় মাদকে বিরুদ্ধে, মাদকমুক্ত সমাজ গড়তে। মানুষের অধিকার আছে পরিবার-পরিজন নিয়ে নিরাপদ ও নিশ্চিন্তে বেচে থাকার, মানুষের অধিকার আছে এলাকার উন্নয়ন ভোগ করার, ছেলে-মেয়েদের অধিকার আছে শিক্ষা জীবন শেষে কর্মজবিনে প্রবেশ করার। এ সব ক্ষেত্রে অধিকার বঞ্চিত মানুষের জন্য আমি সারা জীবন আমার সর্বস্ব দিয়ে হলেও লড়াই চালিয়ে যাবো। গতকাল সোমবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা-২ আসনের অধীন চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি বাজার ত্রিমোহিনী মোড়ে দলীয় কর্মি সমাবেশে এসব কথা বলেন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির সহ-সম্পাদক হাশেম রেজা।
যুবলীগ নেতা ফারুক হোসেন চান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং চুয়াডাঙ্গা সমবায় ব্যাংকের চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জান মহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মন্ডল, দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক এসএম মহাসীন আলী, সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, জীবননগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাশেম মেম্বর, হাসান মেম্বর, কাশেম বিডিআর, ইছাহক মেম্বর, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, মাসুম বিল্লাহ মন্টু, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, সাংবাদিক জিল্লুর রহমান মধু , সালাহউদ্দীন, আব্দুল মজিদ, আন্দুলবাড়িয়ার যুবলীগ নেতা জাহিদুল ইসলাম,রায়পুরের শাহবুদ্দিন খান, জহিরুল ইসলাম সহ গড়াইটুপির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে বাবলুর রহমান, আ.মমিন আলী, বিল্লাল হোসেন, সাহজুর হক, ফজলুর রহমান, দিজান আলী, সাজিত হোসেন কালু, শ্রী নিতাই পাল, বিপ্লব হোসেন,শ্রী রিপন ঘোষ, চারুলিয়ার জসিম মেম্বর, আপেল উদ্দীন, আব্দুল মান্নান, জেলা মৎসজীবি লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহবুদ্দীন খান, জাহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম,ছাত্রলীগ নেতা সাজিদুর রহমান কাদের লিটন, এইচএম হাকিম, রঞ্জু, রিপন প্রমুখ।