চুয়াডাঙ্গা শহরে ড্রেনের স্লাব ভেঙে বালি বোঝায় ট্রাক ড্রেনের ভিতরে

শহর প্রতিবেদক:  চুয়াডাঙ্গা শহরের অতি ব্যস্ততম সড়ক সদর হাসপাতাল রোডের ড্রেনের স্লাব ভেঙে একটি বালি বোঝায় ট্রাক ড্রেনের ভিতরে পড়ে যায়। এতে বিকাল থেকে যান  চলাচলের প্রচুর বিঘœ ঘটে। গতকাল রবিবার বিকালে এ ঘটনা ঘটে। জানা যায়, সদর হাসপাতাল রোডে একটি বেসরকারী সেবামূলক প্রতিষ্ঠান “সনো ডায়াগনিস্ট সেন্টারের” নতুন একটি বিল্ডিয়ের নির্মাণ কাজের জন্য একটি বালি বোঝাই ট্রাক (কুমিল্লা-ট ১১-০০৩২) বালি নিয়ে আসার সময় নির্মাণধারী বিল্ডিংয়ের সামনে ড্রেন ভেঙে পড়ে যায়। এতে ব্যস্ততম সড়কে সাধারণ যানবাহ চলাচলের প্রচুর বিঘœ সৃষ্টি হয়। এই নিয়ে সচেতন মহল মনে করেন,  ব্যস্ততম সড়কে ড্রেনেজ ব্যবস্থা যদি এমন বেহাল দশা হয় তাহলে ভবিষ্যতে ঘটতে পারে আরো বড় ধরনের দুর্ঘটনা। এদিকে এই সড়কের বেশ কয়েক জায়গায় ড্রেনের স্লাব ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। এই নিয়ে পত্রিকায় কয়েকবার  প্রতিবেদন প্রকাশিত হলেও তা কর্তৃপক্ষ বিষয়টি কোন ভাবেই আমলে নেয়নি।  ভুক্তভোগী ও সচেতন মহল মনে করেন প্রকাশিত প্রতিবেদনটি চুয়াডাঙ্গা পৌর মেয়রের) দৃষ্টিগোচর কবরে এবং খুব শিগগিরই তিনি বিকল্প ব্যবস্থা গ্রহন করবেন।