চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ীর রনির বাড়ীতে ভাংচুর

শহর প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার রনির বাড়ীতে গতরাত আনুমানিক ১০টার দিকে ভাংচুর চালিয়েছে একদল উচ্ছৃখল যুবক। এবিষয়ে রনি জানায়, আমি বাড়ীতে টিভি দেখছিলাম এমন সময় সাতগাড়ীর উজ্জল, সাদ্দাম, রানা ও হাফিজ কালু আমাকে বাড়ী থেকে ডেকে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে তারা আমার বাড়ীতে ভাংচুর চালায়। রনি আরো জানাই, আমি আমার স্ত্রী, আমার বন্ধু গৌতম হামলাকারীদের হাত থেকে বাচঁতে পালিয়ে অনত্র চলে যায়। পরে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে। তবে, মাদক ব্যবসা জনিত কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে বলে এলাকার অনেকে জানাই।