চুয়াডাঙ্গা শহরের রোড ডিভাইডারের মাঝে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করলেন
- আপলোড টাইম : ১০:২১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৮৯ বার পড়া হয়েছে
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী জ্যাকব এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার বাসটার্মিনাল হতে বড় বাজার ট্রাফিক মোড় পর্যন্ত রোড ডিভাইডারের মাঝে সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। গতকাল বৃহস্পতিবার এক সরকারি সফরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চুয়াডাঙ্গায় এসে এই উদ্বোধন করেন। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার, অউই ও ঙঋওউ সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩), ঞযরৎফ টৎনধহ এড়াবৎহধহপব ধহফ ওহভৎধংঃৎঁপঃঁৎব ওসঢ়ৎড়াবসবহঃ (ঝবপঃড়ৎ) চৎড়লবপঃ (টএওওচ-৩) প্রকল্পের অর্থায়নে এই সড়ক বাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়। এসময় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, মুন্সি রেজাউর করিম খোকন, কাউন্সিলর জাহাঙ্গীর আলম, নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম মালিক, গোলাম মস্তফা শেখ মাস্তার, রাসেদুল ইসলাম (মানু), আবুল হোসেন, সিরাজুল ইসলাম মনি, শাহিনা আক্তার, সুলতান আরা (রতœা), শেফালী খাতুন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আয়ুব আলী বিশ্বাস, জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় সোলার লাইট স্থাপন প্রকল্পের চুয়াডাঙ্গা পৌরসভার প্রকল্প পরিচালক ও সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, প্রকল্পের মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার সাধন চন্দ্র ধর, উপ-সহকারী প্রকৌশলী নাসরিন সুলতানা সীমা, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, হিসাব রক্ষক কর্মকর্তা আবু বকর বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌরসভার সকল স্তরের কর্মকর্তা কর্মচারী, ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দরা। উল্লেখ্য, বর্তমানে চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কের সড়কবাতি যে সমস্ত পোল আছে তা অপসারন করে উন্নত মানের জিআই পাইপ দ্বারা নির্মিত পোল ও উন্নত মানের এলইডি বাতি স্থাপন করা হবে। কাজটি বাস্তবায়িত হলে চুয়াডাঙ্গা শহর আলোকিত হবে।