নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের জনগুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যার সমাধানে চুয়াডাঙ্গা পৌর মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা লোকমোর্চা। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নিকট চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা এ স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে শহরের পয়নিষ্কাশন ড্রেন পরিষ্কার, স্লাব নির্মাণ, মশা-মাছি নিধন ও যত্রতত্র দাড়িয়ে জনদূর্ভোগের সৃষ্টিসহ জনগুরুত্বপূর্ণ স্থানে মদের দোকান উচ্ছেদ এবং মাতালদের কাছে নারী ও শিশু লাঞ্ছনা বন্ধের জন্য মদের দোকান স্থানান্তরের জোর দাবী জানানো হয় এই স্বারকলিপিতে। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাস, সহসভাপতি শাহানা ইউসুফ কেয়া, সাধারন সম্পাদক পারভীন লাইলা মালিক, সাংগঠনিক সম্পাদক আশরাফ বিশ্বাস মিল্টু, সদস্য নাসির জোয়ার্দ্দার, মো: আনোয়ার উদ্দীন, ইদ্রীস হোসেন, সজল, মীর রাহাতুল্লা, খলিলুর রহমান, শিখা সেন গুপ্ত, মো: আলফাজ, রোজী শাহিনা খাতুন, রিজিয়া খাতুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সহ-সমন্বয়কারী নুঝাত পারভিন। সার্বিক দায়িত্ব পালন করেন জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা।