চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই মামুুন কর্তৃক যাত্রি ভোগান্তির অভিযোগ ট্রেন থামলে গেইট বন্ধ : ট্রেন গেলে গেইট খোলা !
- আপলোড টাইম : ১২:৫২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০১৬
- / ৪১৯ বার পড়া হয়েছে
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মামুন স্টেশনের প্রবেশ মুখের দুটি গেট বন্ধ করে যাত্রী সাধারণকে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্রবেশের গেট দুইটা। স্টেশনের প্রধান প্রবেশ মুখ খোলা থাকলেও ওভার ব্রিজ সংলগ্ন গেটটি স্টেশনে ট্রেন থামার ঠিক পূর্ব মুহুর্তেই বন্ধ করে যাত্রী সাধারণ কে অযথা হয়রানী করছে কুলিরা। এ বিষয়ে কুলিরা জানায় মামুন স্যার আমাদের এই গেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই মামুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় কিছু বখাটে ছেলেরা মোটরসাইকেল নিয়ে প্লাটফর্মে বিশৃঙ্খল ভাবে চলাফেরা করে। এই জন্য আমি গেইটি বন্ধ করার নির্দেশ দিয়েছি। ট্রেন থামার সময় গেইট বন্ধ রাখার কথা অস্বীকার করেন। যাত্রী সাধারণ ওভার ব্রিজ থেকে নেমেই গেইট খোলা না পেয়ে হাতে ল্যাগেজসহ কাছে থাকা অন্যান্য জিনিসপত্র নিয়ে চরম ভোগান্তি শিকার হচ্ছেন।