নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চুয়াডাঙ্গা ইউনিট। গতকাল রোববার জেলা দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের হাতে এসব সামগ্রী তুলে দেন চুয়াডাঙ্গা ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান। এসময় সকল ব্যবসায়ীর জন্য ৪ হাজার ৬ শ পিস মাস্ক ও ৪৬০ পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়। প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইমরুল হাসান জোয়ার্দ্দার ইবু, সহসভাপতি মুহিদুল ইসলাম ভাষা, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু, প্রচার সম্পাদক ও নিচের বাজার কাঁচামাল আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক মাফিজুর রহমান মাফি।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।