সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদরের মোমিনপুরের কৃতী সন্তান বিশিষ্ট শিল্পপতি সাইফুল আহমেদ নাসিম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে তাঁর পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে ভর্তি করেন। পরে ভোর সাড়ে চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাইফুল আহমেদ নাসিম মোমিনপুর বাজারের মৃত মিনাজ উদ্দিনের ছেলে। সংসারজীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। এছাড়া তিনি ৭ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড় ছিলেন। গতকাল রোববার দুপুরে তাঁর লাশ গ্রামে পৌঁছায়। বিকেল পাঁচটার দিকে মোমিনপুরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। এদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন ও বার্তা সম্পাদক হুসাইন মালিক।
