ইপেপার । আজ রবিবার, ০৩ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৫:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭
  • / ৩৭৪ বার পড়া হয়েছে

17190689_264576403993172_1451578519937428238_nনিজস্ব প্রতিবেদক: ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ -এই সেøাগানকে সামনে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। প্রথমবারের মতো গতকাল সোমবার সারাদেশে জাতীয়ভাবে পাট দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় একটি র‌্যালী বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। বর্ণাঢ্য পাটর‌্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, ডিডিএলজি আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদদীন প্রমূখ। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ কর্মকর্তারা।
জীবননগর অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চক্তরে শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবু.মো. আ. লতিফ অমল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আবু হাসানুল আজিজ,উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন ।Meherpur_Pic_09
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সোনালী আঁশের দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসসহ পাট চাষীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি Jhenidah-National-Jute-Day-Rally-Photo-06.03.17-696x418মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাটর‌্যালী ও আলোচনা সভা।
দিবসের শুরুতে আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্নাঢ্য পাট র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার , সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পাট চাষে পাটচাষীদের উৎসাহিত করা এবং পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের অভ্যন্তরীন ব্যবহার আরো বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ

আপলোড টাইম : ০৫:০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭

17190689_264576403993172_1451578519937428238_nনিজস্ব প্রতিবেদক: ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ -এই সেøাগানকে সামনে চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। প্রথমবারের মতো গতকাল সোমবার সারাদেশে জাতীয়ভাবে পাট দিবস পালন করা হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল সকাল ১০টায় একটি র‌্যালী বের হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। বর্ণাঢ্য পাটর‌্যালীতে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস, ডিডিএলজি আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদদীন প্রমূখ। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসসহ কর্মকর্তারা।
জীবননগর অফিস জানিয়েছে, গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় পাট অধিদপ্তর,বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালীবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চক্তরে শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবু.মো. আ. লতিফ অমল এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল কবির,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আবু হাসানুল আজিজ,উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন সহ উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন ।Meherpur_Pic_09
মেহেরপুর অফিস জানিয়েছে, ‘সোনালী আঁশের দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও পাট অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা পাট কর্মকর্তা মহাসীন শিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদফতরের উপ-পরিচালক এসএম মুস্তাফিজুর রহমান, জেলা পাট চাষি সমিতির সভাপতি মাহাবুব আলম শান্তি, সাধারণ সম্পাদক কাশেম বিশ্বাসসহ পাট চাষীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি Jhenidah-National-Jute-Day-Rally-Photo-06.03.17-696x418মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ‘সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ’ শ্লোগান নিয়ে ঝিনাইদহে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাটর‌্যালী ও আলোচনা সভা।
দিবসের শুরুতে আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি বর্নাঢ্য পাট র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার , সরকারী কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা পাট চাষে পাটচাষীদের উৎসাহিত করা এবং পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পাটের অভ্যন্তরীন ব্যবহার আরো বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান।