নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চবিদ্যালয়ের মসজিদ পুনঃনির্মাণের জন্য দ্বিতীয় ধাপে পঞ্চাশ হাজার টাকার অনুদান প্রদান করেছে বিদ্যালয়ের ব্যাচ-৯৬ ‘সাক্ষাত’। একই ব্যাচের ছাত্রদের সমন্বয়ে গঠিত ‘সাক্ষাত ফাউন্ডেশন’ থেকেও মসজিদের পুনঃনির্মানে আরও পয়ষট্টি হাজার টাকা অনুদান প্রদান করে। গত শনিবার সকাল ১০টায় স্কুল ব্যাচ সাক্ষাত ৯৬ ও সাক্ষাত ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল প্রাঙ্গণে নির্মাণকৃত মসজিদের সামনে ডা. সউদ কবীর মালিক জন, ডা. নুর আলম আকাশ, ৯নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আমানউল্লাহ বাবুল মসজিদ কমিটির হান্নান ও কোষাধ্যক্ষ খালিদ মাহমুদ-এর নিকট এই অনুদান হস্তান্তর করেন। অনুদান হস্তান্তেরর সময় ৯৬ ব্যাচের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন রেজোয়ান রাজু, ফখরুল, ইমরান, কামাল, আশরাফ, ফারুক, রাজন, সৈকত ও ইমন সিদ্দিক। ইতিপূর্বে বিদ্যালয়ের এই ব্যাচ তথা সাক্ষাত ‘৯৬ মসজিদের পুনঃনির্মাণে গত ৫ আগষ্ট ১ লক্ষ টাকা অনুদান দিয়েছিল। ৯৬’ ব্যাচ সাক্ষাত সবসময়ই ভিজে স্কুল ও স্কুলের পাশে থাকতে চাই। ১২৫ বছরের স্কুলের ইতিহাসে ২০০০ সালে সাক্ষাত প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান করে জেলাবাসীর জন্য এক নজির স্থাপন করে। এছাড়াও ৯৬ ব্যাচের উদ্যোগে ভিজে. স্কুল প্রাঙ্গণে অশথ গাছ রোপন করে যা বর্তমানে এখন স্কুলের শোভা বর্ধন করে চলেছে। ভিজে স্কুল মসজিদ পুনঃনির্মাণে আরও অনেক অর্থের প্রয়োজন। এ কারণে মসজিদ কমিটি স্কুলের প্রাক্তন ছাত্রসহ বিত্তবানদের সহযোগিতা কামনা করছে।