চুয়াডাঙ্গা ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের পূণর্মিলনী অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০৮:৫০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
- / ৬০৫ বার পড়া হয়েছে
৪০ বছর পর বন্ধুদের দেখে সবাই আবেগ আপ্লুত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৭৮ সালের ব্যাচের বন্ধুদের পূণর্মিলনী-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৪০ বছর বন্ধুদের সাথে একে অপরের দেখা হওয়ায় সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে ‘১৯৭৮ ব্যাচের পক্ষ থেকে ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ে রাফিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজী মো. সৈয়দ আসাদুজ্জামান একটি ফ্রিজ ছাত্রদের জন্য উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দেন।
চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম টোটনের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় সঞ্চালনায় ছিলেন আলাউদ্দিন হেলা। সভার শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহিদ হাসান জোয়ার্দ্দার। এসময় স্মৃতিচারণমূলক কথা উপস্থাপন করেন শহিদুল ইসলাম সাহান। অনুষ্ঠানে প্রয়াত মুসা, খন্দকার বরসাত আলী, ডা. আবু সাঈদ গ্রীন, সামসুল হক ও ইফতেখার সরোয়ার বন্ধুদের স্মরণে ১মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে যশোরে অবস্থানরত বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান জুয়েল ও প্রকৌশলী রেজাউল কবির জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক হায়দার আলী, ঢাকায় অবস্থানরত এমকে নূর-এ শাহীন রানা, সৈয়দ আসাদুজ্জামান, ওবায়দুল হক ওল্টু, আবু বক্কর মালিক, মেজর (অব.) এনামুল হক শাহীন, রাজশাহীর সহকারি পুলিশ সুপার রায়হান ইবনে রহমান কাজল, চুয়াডাঙ্গায় অবস্থানরত আলাউদ্দিন হেলা, জাহিদ হাসান জোয়ার্দ্দার, শহিদুল ইসলাম সাহান, ইকবাল আকতার রাজু, নুরুজ্জামান গনি নুরু, মাহবুব আলম টুটু, আসাদুজ্জামান খোকা, সহিদুল ইসলাম, হাজী আমিনুল ইসলাম, কাজী সামছুল আলম জুয়েল, আব্দুস সামাদ, হাবিবুর রহমান হবি, তসলিম উদ্দিন, রফিকুল ইসলাম, রাশেদুজ্জামান মালিক, আবু তালেব টিটো, আব্দুল মজিদ, শরিকুল ইসলাম বেবী, মোর্ত্তজা মো. মিল্টন, হানিফ উদ্দিন, গিয়াস উদ্দিন, আবু সাদিকুজ্জামান ররু, আব্দুস সামাদ (২), ফজলুল হক মালিক লোটন, আব্দুর রহমান, সাইফুল আরিফ লিটু, আজমল হোসেন মিলন, ফরহাদ হোসেন জোয়ার্দ্দার লিডার, মজনুর রহমান মজনুন, আক্তারুজ্জামান রবি ও মো. আক্তার উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শল শেখ আব্দুল হান্নান জুয়েল বলেন, এরিয়া কমান্ডার হিসেবে খুলনা ও রাজশাহী অঞ্চল দেখাশুনা করে থাকি। ভিজে স্কুলের কয়েকজন আছে যারা বিমান বাহিনীতে চাকুরী করছেন। স্কুল জীবনের বেশির ভাগ সময়ই এই স্কুলে কাটিয়েছি। শিক্ষার জন্য কিছু করতে চাইলে সহযোগিতা করা হবে।
অনুষ্ঠানে রাফিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাজী মো. সৈয়দ আসাদুজ্জামান বলেন- আমাদের ব্যাচের সকলের সুন্দর একটি মন আছে। আখেরাতে জান্নাতুল ফেরদৌসে আমরা সবাই থাকতে পারি। ৪০ বছর পর বন্ধু জুয়েলসহ অনেককে দেখলাম। খুবই ভালো লেগেছে। ভিজে স্কুলের ছাত্রদের জন্য ‘৭৮ ব্যাচের পক্ষ থেকে ঠান্ডা পানি ও বরফের জন্য একটি ফ্রিজ উপহার হিসেবে দেয়া হলো।
সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, আলাউদ্দিন হেলা ও শহিদুল ইসলাম সাহানের সর্বাত্মক সহযোগিতায় এই আয়োজন করা সম্ভব হয়েছে। আমরা বন্ধুদের পেয়েছি জেলার সবচেয়ে পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানে। খুলনা বিভাগের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়। আমরা পড়াকালিন সময়ে বিদ্যালয়টি সরকারিকরণ করা হয়। এই ছাত্ররা নিজের পরিশ্রম দিয়ে সমাজের ভালো স্তরে রয়েছে। নিজেদের সন্তানদের লক্ষ্য ঠিক রাখতে হবে। বিশেষ করে শিক্ষার জন্য প্রত্যেকে কাজ করবো। যাদের সামর্থ্য আছে তারা যদি একজনকেও দায়িত্ব নিতে পারি সমাজকে এগিয়ে নিতে পারবো। প্রাণের কথা বলবো, মনের কথা বলবো, বছরের একটি দিন।
ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল হোসেন উজ্জল বলেন, ১৯৭৮ সালের এসএসসি ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করছি। বার বার আপনারা এই বিদ্যালয়ে আসবেন। এসময় ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘১৯৭৮ ব্যাচের ৪৪ জন প্রাক্তন ছাত্র এবং দুজন স্ব-স্ত্রীক উপস্থিত ছিলেন।