চুয়াডাঙ্গা বহুল আলোচিত ওয়ারেন্টভুক্ত আসামী বোমা স্কয়ার গ্রেফতার

20160911_183450

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বহুল আলোচিত ওয়ারেন্ট ও মামলার হোতা বোমা স্কয়ারকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ। গতকাল সন্ধ্যার পর কেদারগঞ্জ পাড়া থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জপাড়ার মৃত হামিদুলের ছেলে হাবিবুর রহমান ওরফে বোমা স্কয়ারকে  (২৫) গতকাল সন্ধ্যায় সদর ফাঁড়ির টিএসআই ওহিদুল গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে কেদারগঞ্জ থেকে গ্রেফতার  করে সদর থানা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে। হাবিবুর রহমান ওরফে বোমা স্কয়ার একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী।