নিজস্ব প্রতিবেদক:
মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গা ফাউন্ডশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে বৃক্ষরোপণ করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি টেকনিকাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, সহসভাপতি ফাহিম ফয়সাল, আফ্রা আনান, সাধারণ সম্পাদক স্বদেশ, সহসাধারণ সম্পাদক শিথিল, উম্মে জাহান, হাসিব খান, নুসরাত জাহান, প্রিন্স সোহাগ, এহসান ইমাম প্রমুখ উপস্থিত ছিলেন।

দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।