চুয়াডাঙ্গা সোমবার , ২২ আগস্ট ২০১৬
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা পৌর পশুহাটের শুভ উদ্বোধন করলেন পৌর মেয়র জিপু চৌধুরী

সমীকরণ প্রতিবেদন
আগস্ট ২২, ২০১৬ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার সার্বিক পরিচালনায় চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ঘোড়ামারা ব্রিজের নিকট পৌরসভা পশুহাটের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল দুপুর ২টায় এই পশুহাটের উদ্বোধনের সময় নির্ধারিত থাকলেও নিুচাপজনিত ভারি বর্ষণের কারনে বিকেল ৪টায় পৌরমেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু এর শুভ উদ্বোধন করেন।  উদ্বোধনী বক্তব্যে মেয়র গরু ব্যবসায়ীসহ হাটে উপস্থিত সকলের উদ্দ্যেশে বলেন, আপনাদের জন্য আমি শ্রম দিয়ে যাচ্ছি। এই হাটটি আপনাদের জন্য, আপনারাই এর রক্ষক। অচিরেই যেন হাটটি বিলীন হয়ে না যায় এর দায়িত্ব আপনাদের। আমি আপনাদের পাশে আছি, যেকোন সমস্যায় সহযোগীতা পাবেন।  বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক বলেন, পৌরসভার উন্নয়নের জন্য প্রয়োজন পৌরকর। শুধুমাত্র দোকান আর বাড়ির কর দিয়ে পৌরসভার সকল উন্নয়ন সম্ভব না। সেজন্য প্রয়োজন বাড়তি এরকম উদ্যোগের। অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে এই পশুহাটের জন্য। সব মিলিয়ে পৌরবাসীর জন্য এটা একটা বড় চাওয়া পূরণ।  এসময় পৌর কাউন্সিলরবৃন্দ, পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীসহ হাট ও পশু ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক ক্রেতা সাধারন উপস্থিত ছিলেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও প্রথমদিনে গরু কেনাবেচা থেমে থাকেনি। উদ্বোধন অনুষ্ঠানে গান বাজনারও আয়োজন ছিলো। বৃষ্টিতে ভিজে উপস্থিত সকলে সাগরসহ স্থানীয় শিল্পিদের পরিবেশিত গান উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।