শহর প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গার পৌর এলাকার ২নং ওয়ার্ডের সুমিরদিয়া ক্লাবপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন মেয়র প্রার্থী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুব লীগ নেতা আব্দুল কাদের। এছাড়া আরো উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড সভাপতি আতিয়ার রহমান, মহিবুুল ইসলাম, মুসাব আলি, আঃ রহিম, আঃ কালাম, হাবিবুর রহমান হবি (মুক্তিযোদ্ধা), হোসেন আলি, মাতলা, কাজল আলি, মহিদুল হোসেন, সুমন ইকবাল, সাইদুল, বক্কর, বাবর আলি, ইবাদ আলি, লাল্টু, মুনছুর, হোসেন শেখ, মুক্তার, বাবর, লাল্টু মহিন, আশরাফুল, বাহার আলি, মুলুকচাদ, নুরু বিডিআর (মুক্তিযোদ্ধা), আতিয়ার, নজির, লাভলু, সাব্বির, তহিদ, আলামিন, আসাদুল মেহের, আজিবার, অটো শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজু, মহিলা নেত্রী তাজিনা বেগম, গলে খাতুন, পারুল, সাবিয়া খাতুন, আহিনুর, বিলু খাতুন, মজেদা খাতুন। বৈঠকটি সঞ্চালনা করেন ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম।
