শহর প্রতিবেদক:
আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ২নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, জেলা পরিষদ সদস্য ও রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আফজালুল হক বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবল কালাম, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা রমজান আলী, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদিন, মুলুকচাদ, আকরাম কাজী, নুরুল বিডিআর, সুমন ইকবাল, তরিকুল জনি, তাহের, খোকন, আলিউল, ইদ্রিসসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং স্থানীয় এলাকাবাসী।
