সমীকরণ প্রতিবেদক:
আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল রোববার বিকেল পাঁচটায় রাহেলা খাতুন বালিকা বিদ্যালয়ে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টুর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এ বি এম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম শাহান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ও যুবলীগ নেতা আব্দুল কাদের।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম মালিক, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান, হারুন-অর-রশিদ, সাইদুর রহমান মালিক, সাহাজান আলী বেল্টু, জাহিদ হাসান জোয়ার্দ্দার, আবেদ আলী চিনে, নজরুল ইসলাম নজু, আব্দুল মজিদ, মইনে, ইদু, গাফফার, হাজি আব্দুল খালেক, বদর উদ্দিন খান, সিদ্দিক আলী খান, সিরাজুল হক, রিপন ও বদরা মনি। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী নাবিলা সুলতানা ছন্দা, শিরিন পারভীন, সাথী, সাফিয়া সাহাব, এলিজা, ছাত্রলীগের নেতা তারেক, ফিরোজ, অপু প্রমুখ। কর্মী সমাবেশের সঞ্চালনায় ছিলেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফজলে রাব্বি ফিট্টু, মিলু, মিষ্টি, শেখ সেলিম, জালাল, রতন, শেখ সোহেল, ইকবাল, রমজান, ডালিম, কিশোর কুণ্ডু, রনি প্রমুখ।