চুয়াডাঙ্গা পৌর এলাকায় কোথায় কখন ঈদের নামাজ?
- আপলোড টাইম : ০৯:২৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৬২০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: রাত পোহালেই পবিত্র ঈদ-উল-আযহা। বছরে মাত্র দু’বার ঈদের নামাজ পড়তে পারেন মুসুল্লিরা। কেউ যদি কোন কারণে ঈদের নামাজ আদায় করতে ব্যর্থ হন তবে কতৃপক্ষ দায়ী থাকে না। তাই জেনে নিন চুয়াডাঙ্গা পৌর এলাকায় কোথায় কখন ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র-ঈদ-উল আযহা উৎযাপন শীর্ষক এক প্রস্তুতি সভায় সকলের সিদ্ধান্তক্রমে জানানো হয় এবার চুয়াডাঙ্গা পৌর এলাকার ৪০টি স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জামাত সকাল ৮টা ও ২য় জামাত সকাল ৮টা ৪৫মিনিটে অনুষ্ঠিত হবে।
চুয়াডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১ম জামাত সকাল ৮টা ও ২য় জামাত সকাল ৮.৪৫মি., চুয়াডাঙ্গা ভি,জে হাইস্কুল (চাঁদমারী) মাঠে সকাল ৮টা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫ মি, পুলিশ লাইন ময়দানে সকাল ৮টা, কারাগার সংলগ্ন ময়দানে সকাল ৮টা, ভি, জে হাইস্কুল ময়দান প্রাঙ্গনে সকাল ৮টা, বুজরুকগড়গড়ি সিএন্ডবি ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাটকালুগঞ্জ গাং পাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, ভিমরুল্লাহ ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫ মি., বড় বাজার জামে মসজিদে সকাল ৮টা, জান্নাতুল বাকী জামে মসজিদ রেলপাড়া সকাল ৮.১৫মি, কেদারগঞ্জ বেলায়েত হোসেন ঈদগাহ ময়দানে সকাল ৮টা, আদর্শ উচ্চ বিদ্যালয় ময়দানে সকাল ৮টা, পানি উন্নয়ন বোর্ড (টেনিস মাঠ) সকাল ৮.১৫মি, আলীয়া মাদ্রাসা প্রাঙ্গন রেলবাজার সকাল সাড়ে ৮টা, বুজরুকগড়গড়ি মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮টা, বুজরুকগড়গড়ি বনানীপাড়ায় সকাল ৮টা, ইসলামপাড়া গোরস্থান জামে মসজিদে সকাল ৮টা, চুয়াডাঙ্গা পৌর কলেজ সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৮টা, পলাশ পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ৮টা,
সাদেক আলী মল্লিকপাড়া জামে মসজিদে সকাল ৮টা, খাদেমুল ইসলাম ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫ মি, বেলগাছী ঈদগাহ ময়দানে সকাল ৮টা, রাহেলা খাতুন বালিকা স্কুল মাঠে সকাল ৮টা, পুরাতন গোরস্তান পাড়া জামে মসজিদে ১ম জামাত সকাল ৭.৪৫ মি, ২য় জামাত সকাল সাড়ে ৮টা, আল হেলাল ইসলামী একাডেমিক মাঠে সকাল ৮টা, নুরনগর কলোনী জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল সাড়ে ৮টা, নুরনগর ঈদগাহ ময়দানে সকাল ৮টা, দৌলতদিয়াড় দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, ইসলাম পাড়া পুরাতন জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, সাতগাড়ী পূর্বপাড়া ও পশ্চিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, দীগড়ি ঈদগাহ ময়দানে সকাল ৮.১৫ মি, তালতলা ঈদগাহ ময়দানে সকাল ৮টা, হাজরাহাটি স্কুল ময়দানে সকাল সাড়ে ৮টা, কুলচরা ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, এম এ বারী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টা, সুমিরদিয়া জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও সকল কারাবন্দী কারাগারের অভ্যন্তরে নামাজ আদায় করবে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে নামাজের সময়সূচী পরিবর্তন হতে পারে।