চুয়াডাঙ্গা পৌর এলাকায় কোরবানির জন্য ৮০টি স্থান নির্ধারণ
- আপলোড টাইম : ০৯:২০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৩৭৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৮০টি স্থান পশু কোরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে। দ্রুত কোরবানির বর্জ্য অপসারণে ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলর, স্থানীয় মসজিদের ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। বর্জ্য অপসারণে ঈদের দিন ট্রাক ও আলমসাধু নিয়ে শ্রমিকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত বর্জ্য অপসারণের কাজ করবে পৌরসভা সূত্র জানিয়েছে।
কোরবানী পশু জবাইয়ের স্পটের নাম সমূহ:
০১নং ওয়ার্ডে নির্ধারিত কোরবানী পশু জবাইয়ের স্পটের নাম- সিএন্ডবি অফিসের সম্মুখে খালী জায়গায়, হাটকালুগঞ্জ মহল্লায় কেরুর মাঠ, ভেমরুল্লা স্কুল মাঠ, আদর্শ উচ্চ বালক বিদ্যালয় মাঠ, নতুন বাজারের নদীর ধারে, সিএন্ডবি উত্তরপাড়ার মসজিদের পাশে, হাটকালুগঞ্জ খেয়া ঘাট পাড়ায়। ০২নং ওয়াডের্র বুদু মিয়ার আম বাগান, বনানী পাড়ায় মসজিদের কাছে তেতুল তলায়, কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন এর বাড়ীর পাশের মাঠ, সুমিরদিয়া কলোনীপাড়া কিছুক্ষণ মোড়, শান্তিপাড়া ও দক্ষিণ হাসপাতাল মাঝ খানের মেহগনি বাগান, বলাকা পাড়া মোড়, মাদ্রাসা পাড়ার বাদল মিয়ার আম বাগান, ০৩নং ওয়ার্ডে সবুজপাড়ায় মসজিদের সামনের শিশু বাগান, মুক্তিপাড়ায় মজিবুল মিয়ার বাড়ীর সামনের মাঠ, ষ্টাফ কোয়াটারের পশ্চিম পাশে জোলের ধারে, পানি উন্নয়ন বোর্ডের মাঠে, সাদেক আলীপাড়ায় ইলার মাঠ, পুরাতন হাসপাতাল পাড়া, ভি.জে স্কুলের পিছনে, প্রেসক্লাবের সামনে, পুরাতন জেলা খানার পিছনে, সাদেক আলী মল্লিকপাড়ায় মুনছুর মোল্লার গর্তের ধারে, মহিলা কলেজের সামনের মাঠে।
০৪নং ওয়ার্ডের ইউসুফ আলী জোয়ার্দ্দার পুকুর পাড়, উদ্দীপন ক্লাব মাঠ, শেখরা তলার মাঠ, ওহিদ জমিদারের পুরাতন বাড়ীর সামনে, মাঝেরপাড়ায় মধূ ওস্তাদ এর বাড়ীর সামনে, জ্বিনতলাপাড়ার লিচু বাগান, জোয়ার্দ্দার পাড়ায় মসলেম জোয়ার্দ্দারের বাগানে, বাজারপাড়া সজলের বাড়ীর সামনের মাঠ। ০৫নং ওয়ার্ডের তালতলা পশুহাট পাড়ারর পশু হাটের জায়গায়, কানাপুকুর পাড়ায়কানা পুকুর পাশে খালী জায়গায়, উম্বাত মোড়, আশরাফ মাষ্টার বাড়ীর নিকট বটতলা মোড়, মুচি পাড়ার মোড়, শেখরাতলার মোড়, রেলবাজার শান্তি মিয়ার মিলের সামনে, ছাগল ফার্মের সামনে, রেলবাজার শান্তি মিয়ার মিলের সামনে, ছাগল ফার্মের সামনে, রেলপাড়া এ্যাড. শফির বাড়ীর সামনে। ০৬নং ওয়ার্ডের হাজরাহাটি খেলার মাঠ, অঙ্গিকার প্রাথমিক বিদ্যালয়, বাজারর গোডাউনের সামনে (বট তলা), হাজরাহাটি জো.পাড়ায় ছালাম মোড়ে, হাজরাহাটি উত্তর পাড়ায় আতিয়ারর বিশ্বাসের বাঁশ বাগান, তালতলা স্কুল মাঠ, সাবেক কমিশনার আ. ছামাদের বাড়ীর সামনে নদীর ধারে, তালতলা খেয়াঘাট পাড়ায় নদীর ধারে, হাজরাহাাটি শেখ পাড়ায় ফজের শেখের বাড়ীর সামনে। ০৭নং ওয়ার্ডের নুরনগর গোলাবাড়ী মোড়, নুরনগর পুকুরপাড়ার মোড়, এতিমখানা পাড়া লিখনের বাড়ীর সামনে, সাতগাড়ী মিজার বাড়ীর সম্মুখে, সাতগাড়ী পুরাতন মাদ্রাসার মোড়, সাতগাড়ী আমিনুল মিয়ার বিাড়ীর মোড়, কুলচারা স্কুল মোড়, কুলচারা রবিউল মল্লিকের আম বাগানে, দিগড়ী মসজিদের পাশে, দিগড়ী হেলী পোর্ট, দিগড়ী ইসলামপুর শরিফের বাড়ীর পাশে, সাতগাড়ী লতিফ মাষ্টারের বাড়ীর পাশে, ভোলা মালিতার বাড়ীর পাশে/বাসষ্ট্যান্ড। ০৮নং ওয়ার্ডে বেলগাছী তেতুল তলায়, বেলগাছী জাহিদ মোল্লার বাগান, বেলগাছী ঈদগাহপাড়ায় মসজিদের মাঠে, নূরনগর কলোনীর খবার আম বাগান, নূর নগর কলোনীর ঘন মিয়ার আম বাগান, ০৯নং ওয়ার্ডের আরামপাড়া মাছের আড়ৎ এর নিকট, হকপাড়ায় টিএ্যান্ডটির সামেন, সিনেমা হল পাড়ায় পাবলিক লাইব্রেরীর মাঠে, গুলশানপাড়ায় সাবেক কমিশনার সাহাবুদ্দিন বাবুর বাড়ীর নিকট, কলেজপাড়ায় প্রভাতী স্কুলের পার্শ্বে, গোরস্থানপাড়ায় তিন খাম্বার নিকট, বুদো আম বাগানের উত্তর দিকে।