চুয়াডাঙ্গা পৌর এলাকার মুসলিমপাড়ায় ডিবি পুলিশের অভিযান মাদক সম্রাজ্ঞি মর্জিনা আটক : হেরোইন ও ইয়াবা উদ্ধার

DSC08633নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র সেকেন্ড অফিসার এসআই আমির আব্বাসের নেতৃত্বে ১২ পুরিয়া হেরোইন ৫০পিচ ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী মরজিনাকে আটক করেছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে ডিবির এআই আমির আব্বাস সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মুসলিমপাড়ায় অভিযান চালিয়ে অত্র এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আফসার আলির স্ত্রী মর্জিনা বেগমকে(৬৫) আটক করে এবং তার বাড়ীতে তল্লাশী করে ১২পুরিয়া হেরোইন ও ৫০পিচ ইয়াবা উদ্ধার করে ডিবি। রাতেই তার বিরুদ্ধে এসআই আমির আব্বাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে। ইন্সপেক্টর এএইচএম কামরুজ্জামান খান জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছেন বলে জানা যায়।