চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে অত্যাধুনিক পুলিশ হেয়ার ড্রেসার স্থাপন

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পুলিশ লাইনসে অত্যাধুনিক পুলিশ হেয়ার ড্রেসার স্থাপন করলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ হেয়ার ড্রেসারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেলসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এদিকে, পুলিশ লাইনস অভ্যান্তরে অত্যাধুনিক হেয়ার ড্রেসার উদ্বোধনের ফলে জেলা পুলিশ চুয়াডাঙ্গায় কর্মরত অফিসার-ফোর্সদের এখন থেকে আর বাইরে যেয়ে হেয়ার কাটিং করার প্রয়োজন হবে না।