ইপেপার । আজ রবিবার, ১০ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের টিউবওয়েলটি আবারো বিকল সুপেয়পানি থেকে বঞ্চিত হাজারো মানুষ! সচলের দায়িত্ব কার?

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬
  • / ৪২০ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

Exif_JPEG_420
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের  অফিস পাড়া হিসেবে খ্যাত পুলিশ পার্ক লেনের টিউবওয়েলটি অতিরিক্ত জনচাপে প্রায়ই বিকল হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। স্থানীয়রা তাদের গাঁটের টাকা খরচ করে কয়েকবার সচলও করলেও অতি সম্প্রতি কলটি আবারো বিকল হয়ে পড়েছে। ফলে শ শ মানুষ যারা এই টিউবয়েলটি থেকে প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করে থাকেন তারা এখন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। শহর ও শহরের বাইরের অনেকে এখন বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন কারণ একটাই বিশুদ্ধ পানির টিউবয়েলটি যে এখন বিকল। স্থানীয় অনেককে বলতে শোনা যায় যারা টিবউয়েলটি থেকে বিশুদ্ধ পানি নিয়মিত সংগ্রহ করেন, তাদের সবাই টিউবয়েলটি মেরামতের জন্য আর্থিক সহযোগীতায় এগিয়ে এলে এতোদিন হয়তো টিউবওয়েলটি বিকল থাকতো না, সচল হয়ে যেত। গত চার বছর আগে বিশুদ্ধ পানির জন্য পুলিশ পার্ক লেনের চায়ের দোকানদার রফিকের উদ্যোগে অফিস পাড়া ও পুলিশ পার্ক লেনের লালা, মিলন, মসলেম, শুকুর আলী, আবদুস সামাদসহ এলাকার সকল দোকানদারদের আর্থিক সহযোগীতায় ১০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয় এ গভীর নলকুপটি। নলকুপটি স্থাপনের পর থেকে, নলকুপের পানির মান ভাল ও বিশুদ্ধ হওয়ায় পৌর এলাকার প্রায় ৭৫ ভাগ মানুষ তাদের পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করে থাকে। শুধু পৌরসভা নয়, অফিস পাড়ার বিচারক থেকে শুরু করে সকল শ্রেনীর সরকারী বে-সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীরা এই টিউবয়েল থেকে পানি সংগ্রহ ও পান করে থাকেন। অথচ আজ টিউবয়েলটি যখন অচল, তখন এটা সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেয়াসহ নিজ উদ্যোগে সচল করতেও কেউ এগিয়ে আসছেন না। সবাই পানি সংগ্রহের পাত্র হাতে করে আসছেন আর সামনে যাকে পাচ্ছে জিজ্ঞাসা করছে টিউবয়েলটি এখনো মেরামত করা হয়নি কেন? কে করবে মেরামত? সচলের দায়িত্বই বা কার?

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা পুলিশ পার্ক লেনের টিউবওয়েলটি আবারো বিকল সুপেয়পানি থেকে বঞ্চিত হাজারো মানুষ! সচলের দায়িত্ব কার?

আপলোড টাইম : ১২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬
Exif_JPEG_420
Exif_JPEG_420

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরের  অফিস পাড়া হিসেবে খ্যাত পুলিশ পার্ক লেনের টিউবওয়েলটি অতিরিক্ত জনচাপে প্রায়ই বিকল হয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। স্থানীয়রা তাদের গাঁটের টাকা খরচ করে কয়েকবার সচলও করলেও অতি সম্প্রতি কলটি আবারো বিকল হয়ে পড়েছে। ফলে শ শ মানুষ যারা এই টিউবয়েলটি থেকে প্রয়োজনীয় খাবার পানি সংগ্রহ করে থাকেন তারা এখন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। শহর ও শহরের বাইরের অনেকে এখন বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছেন কারণ একটাই বিশুদ্ধ পানির টিউবয়েলটি যে এখন বিকল। স্থানীয় অনেককে বলতে শোনা যায় যারা টিবউয়েলটি থেকে বিশুদ্ধ পানি নিয়মিত সংগ্রহ করেন, তাদের সবাই টিউবয়েলটি মেরামতের জন্য আর্থিক সহযোগীতায় এগিয়ে এলে এতোদিন হয়তো টিউবওয়েলটি বিকল থাকতো না, সচল হয়ে যেত। গত চার বছর আগে বিশুদ্ধ পানির জন্য পুলিশ পার্ক লেনের চায়ের দোকানদার রফিকের উদ্যোগে অফিস পাড়া ও পুলিশ পার্ক লেনের লালা, মিলন, মসলেম, শুকুর আলী, আবদুস সামাদসহ এলাকার সকল দোকানদারদের আর্থিক সহযোগীতায় ১০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা হয় এ গভীর নলকুপটি। নলকুপটি স্থাপনের পর থেকে, নলকুপের পানির মান ভাল ও বিশুদ্ধ হওয়ায় পৌর এলাকার প্রায় ৭৫ ভাগ মানুষ তাদের পরিবারের বিশুদ্ধ পানির চাহিদা পূরণ করে থাকে। শুধু পৌরসভা নয়, অফিস পাড়ার বিচারক থেকে শুরু করে সকল শ্রেনীর সরকারী বে-সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ পথচারীরা এই টিউবয়েল থেকে পানি সংগ্রহ ও পান করে থাকেন। অথচ আজ টিউবয়েলটি যখন অচল, তখন এটা সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দেয়াসহ নিজ উদ্যোগে সচল করতেও কেউ এগিয়ে আসছেন না। সবাই পানি সংগ্রহের পাত্র হাতে করে আসছেন আর সামনে যাকে পাচ্ছে জিজ্ঞাসা করছে টিউবয়েলটি এখনো মেরামত করা হয়নি কেন? কে করবে মেরামত? সচলের দায়িত্বই বা কার?