চুয়াডাঙ্গা দামুড়হুদা বাসষ্ট্যান্ডের হোটেলে কুকুরে খাচ্ছে মিষ্টি

20161005_214648

দামুড়হুদা অফিস: দামুড়হুদা  বাসষ্ট্যান্ডের আনছার আলীর হোটেলে কুকুরে খাওয়া মিষ্টি সাধারন মানুষকে খাওয়ানো হচ্ছে। প্রতিদিন বেওয়ারিশ কুকুর তার হোটেলে প্রবেশ করে কড়ায়ে থাকা মিষ্টি খেয়ে থাকে। জানা গেছে, দামুড়হুদা দশমী পাড়ার মৃত্যু পচা মোল্লার ছেলে আনছার আলী মোল্লা দীর্ঘদিন ধরে দামুড়হুদা  বাসষ্ট্যান্ডে হোটেল দিয়ে মিষ্টির ব্যবসা করে আসছে। অস্বাস্থ্যকর পরিবেশে এসব মিষ্টি তৈরী করা হয়ে থাকে। এরপর মিষ্টি সামগ্রী খোলা জায়গায় রাখে। সুযোগ বুঝে কুকুর ঐ হোটেলে প্রবেশ করে মিষ্টি খাই। কুকুরে খাওয়া ঐ মিষ্টি সাধারন মানুষের খাওয়ানো হয়। গত বুধবার রাতে একটি বেওয়ারিশ কুকুরকে মিষ্টি খাওয়া দেখে স্থানীয়রা হোটেল মালিককে বিষয়টি জানালে সে তাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করে। অস্বাস্থ্যকর মিষ্টি পরিবেশনের অপরাধে তাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। এলাকাবাসী ঐ হোটেলটি বন্ধ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানিয়েছেন।