নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে এই কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম (বিপিএম-সেবা)। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার উপস্থিত কোর্সের ছাত্র-ছাত্রীসহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে যুগোপযোগী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মাদ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর ট্রাফিক পরিদর্শক ফখরুল ইসলাম খান, চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ইনস্ট্রাক্টর কৃষিবিদ আব্দুল হালিম ভুঈয়া, অটো মোবাইল বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর কবীর সাজ্জাদ মামুন, অত্র কোর্সের ইংরেজি প্রশিক্ষক সুমন ইকবাল, ড্রাইভিং ইনস্ট্রাক্টর রফিকুল ইসলাম, সহকারি ড্রাইভিং ইনস্ট্রাক্টর সেতু আহমেদসহ অত্র কোর্সের প্রশিক্ষণার্থীরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ইনস্ট্রাক্টর তপন কুমার পাল। অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের মাঝে বই, কলম ও খাতা প্রদান করা হয়।