চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সাহিত্য আসর ‘প্রতিধ্বনি’তে মেয়র জিপু
- আপলোড টাইম : ০৮:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ অগাস্ট ২০১৮
- / ৯৪৭ বার পড়া হয়েছে
মাদকমুক্ত সমাজগঠনে লেখকরা ভূমিকা রাখতে পারেন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের পাক্ষিক সাহিত্য আসর ‘প্রতিধ্বনি’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় কেদারগঞ্জস্থ চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আসর অনুষ্ঠিত হয়। জেলা লেখক সংঘের সিনিয়র উপদেষ্টা অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় তিনি বলেন, কবি-সাহিত্যিকরা তাদের ক্ষুরধার লেখনীর মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে সুস্থ সাহিত্য ও সংস্কৃতিচর্চায় তাদেরকে সম্পৃক্ত করে সাহিত্য ও সাংস্কৃতি আন্দোলন বেগবান করার জন্য উপস্থিত কবি সাংবাদিকদের পরামর্শ দেন। এছাড়াও তিনি অতিস্বত্তর জেলা শহরে লেখক সংঘের জন্য একটি স্থায়ী ঠিকানা দেয়ারও প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে এই সাহিত্য সংগঠনটির সকল কর্মকান্ডে অংশগ্রহণের আশা ব্যক্ত করেন।জেলা লেখক সংঘের সাধারণ সম্পাদক অপ্রতিরোধ্য প্রেমের কবি ময়নুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ শাহজাহান আলী বিশ^াস, তারাদেবী ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক শেখ সেলিম, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার আইন বিভাগের প্রভাষক এ্যাড. তুহিন আহম্মেদ, লেখক সংঘের সহ-সভাপতি ওমর আলী মাস্টার, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর হোসেন, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আকলিমা খাতুন, কবি ও সাংবাদিক ডা.সাহার আলী এবং রুপমহল বিউটি পার্লারের স্বত্বাধিকারী মিসেস শ্যামলী মাসুদ মলি।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও আব্দুল আলিম, দপ্তর সম্পাদক রোকসানা তাজরিন লিপি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোতালেব, কবি ও সাহিত্যিক আক্তারুজ্জামান মুকুল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তূর্যা উন রাজ। অনুষ্ঠানের শেষ পর্বে সাহিত্য আসর প্রতিধ্বনি অনুষ্ঠিত হয়। চিরায়ত সাহিত্য বিশ^ কবি রবিন্দ্রনাথ ঠাকুরের ‘পরিচয়’ কবিতাটি আবৃতি করে শোনান জাকিয়া সুলতানা ঝুমুর। স্বরচিত লেখা পাঠ করেন তাসফিয়া আক্তার মালা, আফসানা কনা, আশরাফুননাহার শোভা, সুমাইয়া জান্নাত, মাহবুব হাসান মিশন, বিশ^াস ইন্তাজুল, সামিরা খাতুন কনা, জুয়াদ আলী, শাহাদাত হোসেন লাভলু, নজরুল ইসলাম, অশোক দত্ত, রুঘুনাথ পাল, রফিউদ্দীন, তাপস ইমরান, আরিফুল ইসলাম হাওলাদার, অহনা, ফিরজা, আদনান অর্দী, বুলবুল আহম্মেদ, হামিদুল ইসলাম, চিত্ত রঞ্জন সাহা চিতু, ময়নুল হাসান, শেখ সেলীম, আকলিমা খাতুন, আক্তারুজ্জামান, ডা. সাহার আলী, ওমার আলী, আবুল কালাম আজাদ, শ্যামলী মাসুদ মলি, এ্যাড. তুহিন আহম্মেদ, আব্দুল মোতালেব, বিশ^াস ইন্তাজুল, আব্দুল আলিম, সাহাদত হোসেন লাভলু, জাকিয়া সুলতানা ঝুমা, অশোক দত্ত, রোকসানা তাজরিন লিপি, নূর হোসেন প্রমূখ।