চুয়াডাঙ্গা জেলা যুবলীগ আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারের বিবৃতি
- আপলোড টাইম : ০৯:১১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ১৩৪৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা যুবলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগরের উপজেলা, পৌর, ইউনিয়ন এমনকি ওয়ার্ড যুবলীগের কোন কমিটি কেন্দ্র অনুমোদিত নয়। তবে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্ম-আহ্বায়ক সামসুদ্দোহা মল্লিক হাসু স্বাক্ষরিত দামুড়হুদা উপজেলার নাটুদাহ ও নতিপোতা ইউনিয়নের দুটি আহ্বায়ক কমিটি অনুমোদিত আছে। এদানিং চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী অনেক নেতা বিভিন্নস্থানে গণসংযোগসহ নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন যেটা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হচ্ছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে দামুড়হুদা ও জীবননগর উপজেলার অধিকাংশ ইউনিয়ন ও ওয়ার্ডে যুবলীগের কমিটি না থাকলেও মনোনয়ন প্রত্যাশী এসব নেতারা অনেকের নামের আগে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক, সভাপতিসহ নানা পদ-পদবী ব্যবহার করে পত্রিকায় প্রেসবিজ্ঞপ্তি দিচ্ছেন এবং পথসভাসহ নির্বাচনী কার্যক্রমে সেটা উল্লেখ করছেন। যেটা কাম্য নয়।
প্রেসবিজ্ঞপ্তিতে যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার আরো উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যাকে দলীয়ভাবে নৌকা প্রতীক দিবেন, যুবলীগ নেতাকর্মিরা শুধু সেই প্রার্থীর হয়ে নৌকা প্রতীককে বিজয়ী করতে নির্বাচনী মাঠে কাজ করবে। সুতরাং কারো ব্যক্তি রাজনৈতিক স্বার্থে জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড যুবলীগ নেতাকর্মিদের ব্যবহার না করতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের বিশেষভাবে অনুরোধ করা হলো।