চুয়াডাঙ্গা শুক্রবার , ২২ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদের সাথে জেলা প্রশাসক-পুলিশ সুপারের মতবিনিময় ও নৈশভোজ

নিউজ রুমঃ
জুলাই ২২, ২০২২ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান ও পুলিশ সুপার জাহিদুল ইসলামের সাথে মতবিনিময় ও নৈশভোজ করেছে চুয়াডাঙ্গা জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সভাপতি ইয়াকুব হোসেন মালিক।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, ‘বণিক সমাজ তথা ব্যাবসায়ীরা দেশের উন্নয়নে কাজ করেন। ব্যবসায়ীদের অনেক ভালো কাজ করার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের অধিক লাভে পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে। উন্নতি সমৃদ্ধি ধিরে ধিরে হয়। কাস্টমারের সাথে ভালো ব্যবহার করতে হবে। গলাকাটা ব্যবসা করা যাবে না। এখন দোকানপাট বন্ধের জন্য সরকারি নির্দেশনা আছে। আটটার মধ্যে দোকান পাট বন্ধ করতে হবে। তেলের দামের বিষয়ে সরকারি নির্দেশনা মানতে হবে। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, আমরা সরকারি কর্মচারী। আমাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া লাগবে না। আমরা কাজ করতেই এসেছি।’

এ সময় তিনি ব্যাবসায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার শান্তি শৃঙ্খলা অনেক কিছুই আপনাদের হাতে আছে। আপনাদেরকে বিবেক থেকে কাজ করতে হবে। সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ীরা জাতীয় প্রবৃদ্ধিকে বৃদ্ধি করছে। দেশের উন্নয়নে ব্যাবসায়ীদের অবদান রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসা করে লাভ করে। একই সাথে তারা জাতিকে সেবা দেয়। ব্যাবসায়ী যে শুধু ব্যবসা করে, তা নয়। পণ্যের যোগান দিয়ে তারা এক প্রকার সেবা দেয়। ভোক্তার চাহিদা অনুযায়ী তারা পণ্য সরবরাহ করে। ব্যবসায়ীরারা ব্যাবসা করার পাশাপাশি এই সমাজের জন্য অনেক কাজ করে। যেটাকে বলে সিএসআর। কর্পোরেট সোসাল রেসপন্সিবিলিটি। অর্থাৎ এই সমাজে ব্যবসা করে সে যে প্রফিট আর্ন করে, তদরুপভাবে সমাজ গঠনে বা সমাজের কল্যাণে কাজ করে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু ও জেলা পরিবেশক সমিতির সভাপতি হাজী সালাউদ্দিন চান্নু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, চুয়াডাঙ্গা এনএসাই এর উপপরিচালক জিএম জামিল সিদ্দিকসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের সচিব খায়রুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।