
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ জেলা বিএনপি সদস্য, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বিএনপি আয়োজনে গতকাল শনিবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার সোনার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গ্রেপ্তার ও হামলা করে আন্দোলনকে দমানো যাবে না। শত বাঁধা দিয়েও সরকার সারাদেশে বিএনপির গণসমাবেশ বানচাল করতে পারেনি। এই সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে। মানুষ রাস্তায় নেমেছে। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না। তিনি বলেন, হঠাৎ বিনা উসকানিতে জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফকে পাঞ্জাবির কলার চেপে ধরে যেভাবে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছে, তা ন্যক্কারজনক। অতি উৎসাহী দু-একজন পুলিশ কর্মকর্তার কারণে গোটা পুলিশ বাহিনী আজ বিতর্কিত হচ্ছে। মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘অবিলম্বে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি দিতে হবে। না হলে সরকারের পতনে যে কর্মসূচি ঘোষণা করা হবে, আমরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও তা বাস্তবায়ন করব।’
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মির্জা ফরিদুল ইসলাম শিপলুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবুল হাসনাত, এম. জেনারেল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রীনা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি সভাপতি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর জব্বার বাবলু ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন খান।
আরও বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা কৃষক দলের সভাপতি মোকারম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, জেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান বুলেট, নুরুনবি সামদানি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝণ্টু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ওলামা দলের সদস্যসচিব মাওলানা আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান ও সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মালিতা।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে চুয়াডাঙ্গা সদর উপজেলা, পৌরসভা, আলমডাঙ্গা উপজেলা, আলমডাঙ্গা পৌরসভা, জীবননগর উপজেলা, জীবননগর পৌরসভা, দর্শনা থানা, দর্শনা পৌরসভা, দামুড়হুদা উপজেলা ও সকল ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।