চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের জীবননগর শাখার নব-নির্বাচিত সদস্যদের শপথ ও অভিষেক অনুষ্ঠিত
- আপলোড টাইম : ০১:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৫ অক্টোবর ২০১৬
- / ৪৩২ বার পড়া হয়েছে
জীবননগর অফিস: চুয়াডাঙ্গা জেলার বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের জীবননগর শাখার নব-নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সদস্যদের শপথ গ্রহন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার সময় জীবননগর বাসস্ট্যান্ড মুক্ত মঞ্চে আঃ সালাম ঈশার প্রানবন্ত উপস্থাপনায় চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলামের সভাপতিত্বে জীবননগর উপজেলা শাখার নব-নির্বাচিত সভাপতি, সম্পাদক ও সদস্যদের শপথ পাঠ ও অভিষেক অনুষ্ঠিত হয়। উক্ত শপথ পাঠ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন, চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রিপন মোল্লা, জীবননগর মোটর মালিক সমিতির সভাপতি কাজী হাসানুজ্জামান বাবলু, উথলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ.হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জদ মির্জা, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আ.মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন খান, জীবননগর মোটর মালিক সমিতির কোষাধক্ষ্য জহুরুল ইসলাম খোকন। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের বিদায়ী সাধারন সম্পাদক মেহের আলী, সাবেক সাধারন সম্পাদক শওকত আলী, অনুষ্ঠানে নব-নির্বাচিত সকলকে শপথ বাক্য পাঠ করান চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম। উক্ত অনুষ্ঠান শেষে রাতে এক মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।