চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় পরিবেশ বন ও জলবায়ু
- আপলোড টাইম : ১০:২২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৪৪ বার পড়া হয়েছে
পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির আগমন উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ মিলনায়তনে এই সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগীত উপভোগ করেন সরকারি সফরে আসা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি ও জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক পৌর মেয়র ও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনসহ চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আজ সকালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চুয়াডাঙ্গা ডিসি ইকো পার্ক পরিদর্শন শেষে মেহেরপুরে সরকারি সফরে যাবেন। সেখানে তিনি মুজিবনগর স্মৃতি সৌধ পরিদর্শন করবেন।