চুয়াডাঙ্গা বুধবার , ৫ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গা জেলা পরিষদ ডাকবাংলোয় রক্ষিত ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিউজ রুমঃ
অক্টোবর ৫, ২০২২ ৭:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলোয় দীর্ঘদিন যাবৎ পড়ে থাকা ত্রাণ-সামগ্রী অবশেষে দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সাহিত্য মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় দরিদ্রদের মাঝে এ ত্রাণ-সামগ্রী বিতরণ করেন।

বিতরণকৃত ত্রাণের প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ লিটার সয়াবিন তেল রয়েছে। ১৬৮৩ প্যাকেট ত্রাণের মধ্যে জেলা প্রশাসক ৩৮৩ প্যাকেট, আলমডাঙ্গা ইউএনও ৪ শ প্যাকেট, চুয়াডাঙ্গা সদর, দামুড়হুদা ও জীবননগর ইউএনও ৩ শ প্যাকেট করে ত্রাণের প্যাকেট দরিদ্রদের মাঝে বিতরণের জন্য দেওয়া হয়েছে।

বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ডিডিএলজি সাজিয়া আফরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ কার্যক্রমে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান এবং জেলা পরিষদ ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, জেলা পরিষদ টেন্ডারের মাধ্যমে ১৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এসব ত্রাণ-সামগ্রী গত সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে জেলা পরিষদ ডাকবাংলো ভবনে রেখে দেওয়া হয়। এরপর জেলা পরিষদের নির্বাচনের কারণে বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায়। অবশেষে অনেক চড়াই-উৎরাই পেরিয়ে ত্রাণগুলো বিতরণ শুরু হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।