নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সম্মেলন আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমী চত্ত্বরে বিকাল ৩টায় জেলা, থানা, পৌর এবং ইউপি কমিটির নূন্যতম ২০জন করে সদস্য এই সম্মেলনে উপস্থিত থাকবেন। এছাড়া সমাজের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিগণও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন সাংবাদিকদের জানান আগামী ৪ নভেম্বর অনুষ্ঠিত জেলা কমিউনিটি পুলিশিং কমিটির জেলা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্নের পথে। সম্মেলনটি সুষ্ঠু ও সফল করতে কয়েকটি উপ-কমিটি ইতোমধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করছে। চুয়াডাঙ্গা জেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই জেলাবাসীর প্রত্যাশা।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।