চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের জঙ্গিবাদ বিরোধী প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবস, ২১ শে আগস্ট গ্রেনেড হামলা এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী জনসভা সফল করার লক্ষ্যে গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১শে আগষ্ট বিকাল সাড়ে ৩টায় শহীদ হাসান চত্বরের জনসভা সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গ জেলা আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্ততি সভায় জেলা, উপজেলা, পৌর, আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ভ্রাতৃপ্রতীম সংগঠন ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মিসহ সকলস্তরের জনসাধারনকে এই জনসভা সফল করার জন্য আহ্বান জানানো হয়। প্রস্ততি সভাটি পরিচালানা করেন চুয়াডাঙ্গা  জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ।