নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা মাষ্টারপাড়ার বাসিন্দা ও ফেরীঘাট রোডের সাবেক ব্যবসায়ী মৃত রওশন আলীর স্ত্রী মোছা: নুরজাহান বেগম (৮৪) বার্ধক্যজনিত কারণে তার মেজ ছেলের ঢাকাস্থ নিজ বাসভবনে গতকাল বিকাল ৪টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লা¬হি……….রাজিউন)। মোছা: নুরজাহান বেগম মৃত্যুর ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতিœসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাযা আজ সকাল ১০ টায় জান্নাতুল মওলা কবরস্থান সংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে ওই কবরস্থানে দাফনকার্য সম্পন্ন হবে। মরহুমের ৩য় পুত্র চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক, ফেরীঘাট রোডের বিশিষ্ট ব্যবসায়ী শওকত আলী তার মায়ের জানাযায় সকলকে শরীক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।