সমীকরণ প্রতিবেদক:
আগামী ১২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষে জেলা ছাত্রলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জস্থ স্বেচ্ছাসেবক লীগের পার্টি অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠি হয়। চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘১২ তারিখ জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দদের প্রস্তুত থাকতে হবে। যেকোনো বিষয়ে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, ছাত্রলীগ বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন। আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য ছাত্রলীগের নেতৃবৃন্দ সবসময় প্রস্তুত থাকে। ছাত্রলীগের অনেরক দায়িত্ব, সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, দামুড়হুদা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওয়াসিম। এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম নিপ্পন, আরেফিন সজীব, সাইফুল ইসলাম, সালেকিন, তানজিল তন্ময়, সুমন খান, নাসিম, রিফাত, নাজমুল, রাব্বি, রাইসুল, আহাদ, ইউসুফ, রাকিব প্রমুখ।
