দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার পাঁচটি থানার মধ্যে চলতি বছরের এপ্রিল ও মে মাসের পারফমেন্স বিবেচনায় চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম লুৎফুল কবীর। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইনস ড্রিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুরস্কার হিসেবে এএইচএম লুৎফুর কবীরের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা। এসময় পুলিশ সুপার বলেন, জেলার ৫টি থানার মধ্যে তাঁর সামগ্রীক কর্মতৎপরতায় দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবীর শ্রেষ্ঠ হয়েছেন।
দৈনিক সময়ের সমীকরণ সংবিধান, আইন ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো মন্তব্য না করার জন্য পাঠকদের বিশেষভাবে অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য অপসারণ করার ক্ষমতা রাখে।