চুয়াডাঙ্গা জেলার নবাগত ড্রাগ সুপারকে সংবর্ধনা দিলেন দর্শনার ফার্মেসী ব্যবসায়ীরা

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলার নবাগত ড্রাগ সুপার শুকর্ণ আহম্মেদকে সংবর্ধনা জানালেন দামুড়হুদা উপজেলার দর্শনা ফার্মেসী ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার দুপুর ২ টার দিকে দর্শনা মা ও শিশু হাসপাতালের অডিটরিয়মে আনুষ্ঠানিক ভাবে এ সংবর্ধনা দেয়া হয়। সিআইসি ফজলল হকের সভাপতিত্বে অতিথিদের মধ্যে ছিলেন হারুন অর রশিদ, বদরুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন ফার্মেসী ব্যবসায়ী মোস্তফা জামাল লাভলু, শফিকুল ইসলঅম, জুয়েল, মিজানুর রহমান, শাহনেয়াজ, রফিকুল ইসলাম, আ: কুদ্দুস, রকিবুল, মিন্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই নবাগত ড্রাগ সুপার শুকর্ণ আহম্মেদকে ফুলেল তোড়া দিয়ে সংবর্ধনা দেন ফার্মেসী ব্যবসায়ীরা।