চুয়াডাঙ্গা কৃতি সন্তান শ্রমিক নেতা সাবেক এমপি মোহাম্মদ শাহজাহানের আজ মৃত্যুবার্ষিকী

Untitled-1নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা কৃতি সন্তান আন্তর্জাতিক শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের আজ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মোহাম্মদ শাহজাহান স্মৃতি সংসদ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। উল্লেখ্য, চুয়াডাঙ্গার এই মহান নেতা ১৯৯২ সালের ২৪ অক্টোবর আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা ন্যাশনাল হাসপাতালে মারা যান। ঢাকার শহীদ বুদ্ধিজীবি কবরস্থানে তাঁকে সমাধিস্থ করা হয়। তিনি ১৯৮৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) কার্যকারী কমিটির সভাপতি ছিলেন। শ্রমিক নেতা হিসেবে তার পরিচিতি সর্বাধিক। প্রথম বাংলাদেশী হিসেবে তিনি  ১৯৭২ সালে সুইজারল্যান্ডের জেনোভায় অনুষ্ঠিত আইএলও সম্মেলনে প্রতিনিধিত্ব করেন। তিনি ১৯৭৮ সালে ইতালির তুরিন থেকে শ্রমিকদের অধিকার আদায়ে অবদান রাখার জন্য প্রথম বাংলাদেশী হিসেবে আইএলও ফেলোশীপ ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধকালিন সময়ে অস্থায়ী মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে জনমত গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। এছাড়াও ১৯৫২ সালের ভাষা আন্দোলনসহ ৫৪, ৬২, ৬৬ ও ৬৯ গণ অভ্যুত্থানের সময় তার ভূমিকা ছিলো উল্লেখযোগ্য। কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ৬ষ্ট-১০ম শ্রেনীর ছাত্র-ছাত্রীদের সকাল ৯টার মধ্যে কুইজের উত্তরপত্র জমা দিতে হবে এবং বিকাল ৩টায় চুয়াডাঙ্গার শ্রীমান্ত টাউন হলে ৩জন বিজয়ীকে পুরুস্কৃত করা হবে।