চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারীসহ আহত ৪
- আপলোড টাইম : ০৯:৩৭:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৩৭১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারীসহ চারজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও মোটরসাইকেল আরোহী গুরুতর জখম হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে আমিরপুরে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামের হঠাৎপাড়ার নূর ইসলামের ছেলে মোটরসাইকেল চালক আশিক (২০) ও একই এলাকার পথচারী সারওয়ারের স্ত্রী আঙ্গুরা খাতুন (৪৫)।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে আশিক মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গায় আসছিল। এসময় আমিরপুর গ্রামের হঠাৎপাড়ায় পৌছালে পথচারী আঙ্গুরা খাতুনকে ধাক্কা দেয়। এতে আঙ্গুরা খাতুন ও মোটরসাইকেল চালক আশিক গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আঙ্গুরা খাতুনের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
এদিকে, সিরাজগঞ্জ জেলায় ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের দু’চালক গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের নওদাপাড়ার আত্তাব মন্ডলের ছেলে ট্রাক চালক রশিদ (৪৫) ও জামাত আলীর ছেলে আ. মজিদ (৩৭)। জানা গেছে, ঢাকা থেকে বালি ভর্তি ট্রাক নিয়ে চুয়াডাঙ্গা আসছিল। সিরাজগঞ্জ যমুনা ব্রিজের নিকট পৌছালে একটি ট্রাক তাদের ট্রাকের পিছনে ধাক্কা দেয়৷এতে ট্রাকে থাকা দুই চালক গুরুতর জখম হয়। পরে ট্রাক মালিক খবর পেয়ে মাইক্রোযোগে তাদেরকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।