ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৯:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮
  • / ৪১৯ বার পড়া হয়েছে

বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে
ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মধ্যে দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমূল বারী, চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. রবিউল হক, সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ফকরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। আমরা পূর্ববর্তী লক্ষ্যমাত্রা অতিক্রম করে বর্তমানের নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছি। দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে। তারা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করছে এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করছে।
আলোচনা সভার পর মাছ চাষে অবদান রাখায় চারজন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদানসহ মৎস্য মেলায় স্টল দেয়া বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিরা। এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ১৯ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি এবং উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি মৎস্য মেলা, মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ২২ জুলাই চুয়াডাঙ্গা সরকারি কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই হাটবাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং গতকাল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার।
এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে অত্র এলাকায় দাপ্তরিক কাজে বহুবার এসেছি। মৎস্য কর্মকর্তা হিসেবে গর্ব করে বলতে পারি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহত মৎস্য উৎপাদনকারী উপজেলা আলমডাঙ্গা। এখানে মৎস্য ব্যবসায়ীরা সঠিকভাবে দায়িত্ব পালন করে মৎস্য উৎপাদন করে চলেছে। এখানকার মাছ শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হচ্ছে। বিশেষ করে দেশীয় পাবদা মাছ ভারতে বেশিরভাগ রপ্তানি হয়ে থাকে। আমি অত্র অঞ্চলের মৎস্য চাষীদের সার্বিক উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, সিনিয়র মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত। স্বাগত বক্তব্য রাখেন জেডএম তৌহিদুর রহমান। ক্ষেত্র সহকারী আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সমিতির সভাপতি পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, মৎস্য ব্যবসায়ী আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম প্রমূখ। সভা শেষে আলমডাঙ্গা উপজেলায় মৎস্য সেক্টরে গৌরবউজ্জ্বল রাখার জন্য ৫জন মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন- মৎস্য চাষে উন্নয়ন কাজের জন্য মতিয়ার রহমান ফারুক, মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনের জন্য আবু সাইম, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য আনিছুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়ার মিশ্র চাষের জন্য শাহীন রেজা, রুই জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য আমজাদ হোসেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবি শহীদ লতিফ মিল্টন, রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, মরাগাংনী বিল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ। আলোচনা শেষে গুনগত মানের মাছের পোনা উৎপাদনের জন্য চ-িপুরের রঞ্জন হালদার, রুই জাতীয় মাছ উৎপাদনের জন্য বয়রা গ্রামের রবগুল হোসেন এবং পাঙ্গাস জাতীয় মাছ উৎপাদনের জন্য ষষ্টি হালদারের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ক্ষেত্রসহকারী আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্ষেত্র সহকারী হাদিকুল হাসান সুজন ও অফিস সহকারী আব্দুর রশিদ।

জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমাপনী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, মৎস্য চাষী সৈলেন হালদারসহ উপজেলার সকল মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন এনডিসি রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, ব্যবসায়ী সহিদ সাদিক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান, মৎস্য চাষী নুর আলম, আবু নাইম প্রমূখ। অনুষ্ঠানে মৎস্য চাষে অবদান রাখায় বিভিন্ন জাতের পোনা উৎপাদনের জন্য খামসেদ আলী, রেনু উৎপাদনের জন্য নুর আলম, কর্প জাতীয় পোনা উৎপাদনের জন্য হাসান বিশ্বাস, তেলাপিয়া উৎপাদনের জন্য ভজা হালদার, মনোসেক্স উৎপাদনের জন্য আবু নাইম এবং পাঙ্গাস মাছ উৎপাদনের জন্য আসাদুজ্জামানকে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল বলেন, বর্তমান সরকার মৎস্য চাষের জন্য সকল প্রকার সহযোগীতা করছেন। মেহেরপুরের ভৈরব নদ পুন:খনন করে সেখানে মাছ চাষের উপযোগী করে দিয়েছে সরকার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী

আপলোড টাইম : ০৯:২৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুলাই ২০১৮

বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে
ডেস্ক রিপোর্ট: নানা আয়োজনে মধ্যে দিয়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় নানা আয়োজনে মধ্যে দিয়ে শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমূল বারী, চুয়াডাঙ্গা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারি পরিচালক মো. রবিউল হক, সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুন নেছা, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সহকারি কমিশনার ফকরুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। আমরা পূর্ববর্তী লক্ষ্যমাত্রা অতিক্রম করে বর্তমানের নতুন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে কাজ করছি। দেশে বর্তমানে মাছ চাষ করে অনেক যুবক স্বাবলম্বী হয়েছে। তারা নিজেরা নিজের কর্মসংস্থান তৈরি করছে এবং অন্যের কর্মসংস্থান সৃষ্টি করছে।
আলোচনা সভার পর মাছ চাষে অবদান রাখায় চারজন মৎস্য চাষীকে পুরষ্কার প্রদানসহ মৎস্য মেলায় স্টল দেয়া বিভিন্ন ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অতিথিরা। এবছর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ১৯ জুলাই চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি এবং উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপি মৎস্য মেলা, মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ, ২০ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২১ জুলাই ফরমালিন বিরোধী অভিযান, মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, ২২ জুলাই চুয়াডাঙ্গা সরকারি কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৩ জুলাই হাটবাজার, জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং গতকাল পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮।

আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ মূল্যায়ন উপলক্ষে পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ৭ দিনব্যাপী সমাপনী অনুষ্ঠানের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার।
এসময় তিনি বলেন, চুয়াডাঙ্গা জেলায় যোগদানের পর থেকে অত্র এলাকায় দাপ্তরিক কাজে বহুবার এসেছি। মৎস্য কর্মকর্তা হিসেবে গর্ব করে বলতে পারি চুয়াডাঙ্গা জেলার সর্ববৃহত মৎস্য উৎপাদনকারী উপজেলা আলমডাঙ্গা। এখানে মৎস্য ব্যবসায়ীরা সঠিকভাবে দায়িত্ব পালন করে মৎস্য উৎপাদন করে চলেছে। এখানকার মাছ শুধু দেশে নয় বিদেশেও রপ্তানি হচ্ছে। বিশেষ করে দেশীয় পাবদা মাছ ভারতে বেশিরভাগ রপ্তানি হয়ে থাকে। আমি অত্র অঞ্চলের মৎস্য চাষীদের সার্বিক উন্নয়নের পাশে থাকার অঙ্গীকার করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, সিনিয়র মৎস্য কর্মকর্তা হামিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকছুরা জান্নাত। স্বাগত বক্তব্য রাখেন জেডএম তৌহিদুর রহমান। ক্ষেত্র সহকারী আনিসুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সমিতির সভাপতি পৌর কাউন্সিলার মতিয়ার রহমান ফারুক, মৎস্য ব্যবসায়ী আমজাদ হোসেন, সিরাজুল ইসলাম প্রমূখ। সভা শেষে আলমডাঙ্গা উপজেলায় মৎস্য সেক্টরে গৌরবউজ্জ্বল রাখার জন্য ৫জন মৎস্য চাষীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। তারা হলেন- মৎস্য চাষে উন্নয়ন কাজের জন্য মতিয়ার রহমান ফারুক, মনোসেক্স তেলাপিয়া মাছ উৎপাদনের জন্য আবু সাইম, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য আনিছুর রহমান, কার্প ও মনোসেক্স তেলাপিয়ার মিশ্র চাষের জন্য শাহীন রেজা, রুই জাতীয় মাছের পোনা উৎপাদনের জন্য আমজাদ হোসেন।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। দামুড়হুদা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদফতরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ ও দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন মৎস্যজীবি শহীদ লতিফ মিল্টন, রায়সা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী, মরাগাংনী বিল ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম প্রমূখ। আলোচনা শেষে গুনগত মানের মাছের পোনা উৎপাদনের জন্য চ-িপুরের রঞ্জন হালদার, রুই জাতীয় মাছ উৎপাদনের জন্য বয়রা গ্রামের রবগুল হোসেন এবং পাঙ্গাস জাতীয় মাছ উৎপাদনের জন্য ষষ্টি হালদারের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র ক্ষেত্রসহকারী আব্দুর রাজ্জাক। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্ষেত্র সহকারী হাদিকুল হাসান সুজন ও অফিস সহকারী আব্দুর রশিদ।

জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সমাপনী ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, মৎস্য চাষী সৈলেন হালদারসহ উপজেলার সকল মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মৎস্য সপ্তাহের পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম রসুল। বিশেষ অতিথি ছিলেন এনডিসি রকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, ব্যবসায়ী সহিদ সাদিক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মীর জাকির হোসেন, খামার ব্যবস্থাপক ড. আসাদুজ্জামান, মৎস্য চাষী নুর আলম, আবু নাইম প্রমূখ। অনুষ্ঠানে মৎস্য চাষে অবদান রাখায় বিভিন্ন জাতের পোনা উৎপাদনের জন্য খামসেদ আলী, রেনু উৎপাদনের জন্য নুর আলম, কর্প জাতীয় পোনা উৎপাদনের জন্য হাসান বিশ্বাস, তেলাপিয়া উৎপাদনের জন্য ভজা হালদার, মনোসেক্স উৎপাদনের জন্য আবু নাইম এবং পাঙ্গাস মাছ উৎপাদনের জন্য আসাদুজ্জামানকে ক্রেষ্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল বলেন, বর্তমান সরকার মৎস্য চাষের জন্য সকল প্রকার সহযোগীতা করছেন। মেহেরপুরের ভৈরব নদ পুন:খনন করে সেখানে মাছ চাষের উপযোগী করে দিয়েছে সরকার।