চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:৪৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০১৬
- / ৪১৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার সকল সরকারি বিভাগের সার্বিক কর্মকান্ডের উপর পর্যালোচনা, অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা এবং পরবর্তী মাসে করণীয় বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, সিভিল সার্জন ডা. মুহা. ছিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র একরামুল হক মুক্তাসহ চুয়াডাঙ্গার সকল উপজেলা নির্বাহী অফিসার, চুয়াডাঙ্গার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তাবৃন্দ। সভায় জেলার সার্বিক উন্নয়নের আলোচনার পাশাপাশি স্ব-স্ব বিভাগের কার্যক্রমের সাথে বাল্য বিয়ে নিরোধ ও মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক সায়মা ইউনুস। এছাড়া দৈনিক সময়ের সমীকরণের বার্তা সম্পাদক হুসাইন মালিক, সাংবাদিক জহির রায়হানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ ফরিদ আহামেদ, সিভিল সার্জন ডা. আব্দুল হালিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল¬াহ, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ জামান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক দেলোয়ার হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এসএম মোস্তাফিজুর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম শফিউল আজম, জেলা আ.লীগের উপদেষ্টা আশকার আলী প্রমুখ।