চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত
- আপলোড টাইম : ১০:৫৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
- / ৫৫২ বার পড়া হয়েছে
সরকারী সেবা প্রাপ্তি সকলের নাগরিক অধিকার
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন।
প্রদান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন বলেন- সরকারী সেবা প্রাপ্তি সকলের নাগরিক অধিকার। তাই সেবা দানের ক্ষেত্রে সকলকে আন্তরিক হতে হবে। জনকল্যানে সরকারী কর্মিরা নানাভাবে সেবা দিয়ে যাচ্ছে। কোনো নাগরিক যাতে কোনো দপ্তরে গিয়ে হয়রানির শিকার না হয় সে জন্য সরকারী কর্মকর্তারা সর্বদা সচেতন রয়েছে। আগামীতে জনসেবায় আরো অবদান রাখতে আমাদেরকে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান।
এসময় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, ব্রাক প্রতিনিধি জাহাঙ্গির আলম, এ্যাড. আকছিদুল ইসলাম রতন প্রমূখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, র্যালি, আলোচনা সভা এবং পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুক্তার হোসেন দেওয়ান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, ডা. অলোক কুমার দাস প্রমূখ। পরে সরকারি কাজে বিশেষ অবদান রাখার ৬জন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরআগে এদিন সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে মেহেরপুর পাবলিক লাইব্রেরী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. খায়রুল হাসানের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়। র্যালিতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, এনডিসি রকিবুল হাসান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দীন সর্দার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সহ-সভাপতি আব্দুল হালিমসহ অন্যান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগন র্যালিতে অংশগ্রহন করেন।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) বাকাহীদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা র্সাকেল) তারেক আল মেহেদীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ বক্তব্য রাখেন। সভায় বক্তারা, জনগণকে তাদের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।