ইপেপার । আজ সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮
  • / ৪২২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় ব্রিটিশ কাউন্সিল, এ্যাকটিভ সিটিজেনস, প্রডিজি, ওয়েভ ফাউন্ডেশন ও চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে “যুব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিসর” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুব দিবস-২০১৮ পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের সাথে সাথে প্রধান অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। যুবদের প্রতিকস্বরুপ সবুজ পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। উদ্বোধনীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। এসময় অতিথিরা শান্তির প্রতিক শ্বেত কপত অবমুক্ত করেন।
এরপর জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একই সাথে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা জানিয়ে উঠে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপুর সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস, পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা তৃতীয় লিঙ্গ সংগঠনের সভাপতি নার্গিস, চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুষার শুভ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ও আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির সদস্য সচিব কানিজ সুলতানা, আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রডিজির টিম লিডার ছাত্র নেতা জাকির হোসাইন জ্যাকি। বৃটিশ কাউন্সিল এবং ওয়েভ ফাউন্ডেশন সংগঠিত প্রডিজি ও এ্যাকটিভ সিটিজেনের সোস্যাল একশন প্রজেক্ট উপস্থাপনা করেন প্রডিজি ও এ্যাকটিভ সিটিজেনস এর প্রোগ্রাম টিম লিডার নাফিসা তাবাস্সুম তামান্না, কানন আহমেদ, শাওন কুমার রায়, জান্নাতুল নাঈমা, এ্যানি, রাফি। শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরিকা।
পরে বিকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজকে ২-০ গোলে পরাজিত করে। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীদের মধে টান টান উত্তেজনার সাথে দড়িটানাটানি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা সরকারি কলেজকে হারিয়ে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীরা চ্যাম্পিয়ন হয়। উভয় খেলার উদ্বোধনী এবং পুরষ্কার বিতরণীতে আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপুর সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবির, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রুহুল আমীন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি, নাজরীন পারভীন মলি। পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শ্রীমন্ত টাউন হলে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি, দেশাতœবোধক গান, নৃত্য ও কোরিওগ্রাফীসহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির সদস্য সোম্যজিতা শ্রুতি ও অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এবারের ম্লোগান ছিল ‘যুবদের জন্য নিরাপদ স্থান’। এ উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে এম নূর হোসেন নির্ঝর, সিডিও আবদুল্লাহ আল বাকী। আলোচনা সভা শেষে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীর মাঝে সনদপত্র ও ১৪ জনকে ২ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আপলোড টাইম : ০৮:৫৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার নানা আয়োজনে এ দিবস পালিত হয়।নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, চুয়াডাঙ্গায় ব্রিটিশ কাউন্সিল, এ্যাকটিভ সিটিজেনস, প্রডিজি, ওয়েভ ফাউন্ডেশন ও চুয়াডাঙ্গা পৌরসভার আয়োজনে “যুব সম্প্রদায়ের জন্য নিরাপদ পরিসর” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক যুব দিবস-২০১৮ পালন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সংগীতের সাথে সাথে প্রধান অতিথি থেকে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। যুবদের প্রতিকস্বরুপ সবুজ পতাকা উত্তোলন করেন আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। উদ্বোধনীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান। এসময় অতিথিরা শান্তির প্রতিক শ্বেত কপত অবমুক্ত করেন।
এরপর জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও একই সাথে শাহাদতবরণকারী বঙ্গবন্ধুর পরিবারের আত্মার মাগফেরাত কামনা ও শ্রদ্ধা জানিয়ে উঠে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। আলোচনা সভায় আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপুর সভাপতিত্বে অতিথি থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস, পুলিশ সুপারের প্রতিনিধি হিসাবে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেক, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি সাংবাদিক শাহ আলম সনি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনা বিভাগের বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, চুয়াডাঙ্গা তৃতীয় লিঙ্গ সংগঠনের সভাপতি নার্গিস, চুয়াডাঙ্গা ভি. জে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুষার শুভ্র রায়।
স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ও আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির সদস্য সচিব কানিজ সুলতানা, আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রডিজির টিম লিডার ছাত্র নেতা জাকির হোসাইন জ্যাকি। বৃটিশ কাউন্সিল এবং ওয়েভ ফাউন্ডেশন সংগঠিত প্রডিজি ও এ্যাকটিভ সিটিজেনের সোস্যাল একশন প্রজেক্ট উপস্থাপনা করেন প্রডিজি ও এ্যাকটিভ সিটিজেনস এর প্রোগ্রাম টিম লিডার নাফিসা তাবাস্সুম তামান্না, কানন আহমেদ, শাওন কুমার রায়, জান্নাতুল নাঈমা, এ্যানি, রাফি। শিক্ষর্থীদের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আরিকা।
পরে বিকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ মাঠে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা সরকারি কলেজকে ২-০ গোলে পরাজিত করে। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীদের মধে টান টান উত্তেজনার সাথে দড়িটানাটানি খেলা অনুষ্ঠিত হয়। খেলায় চুয়াডাঙ্গা সরকারি কলেজকে হারিয়ে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের ছাত্রীরা চ্যাম্পিয়ন হয়। উভয় খেলার উদ্বোধনী এবং পুরষ্কার বিতরণীতে আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপুর সভাপতিত্বে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ মফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক জাহিদুল হাসান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক মহসিন কবির, কৃষিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক রুহুল আমীন, চুয়াডাঙ্গা পৌরসভার কাউন্সিলর সিরাজুল ইসলাম মণি, নাজরীন পারভীন মলি। পরে সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনের শ্রীমন্ত টাউন হলে সাংস্কৃতি সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সন্ধ্যায় আবৃত্তি, দেশাতœবোধক গান, নৃত্য ও কোরিওগ্রাফীসহ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তর্জাতিক যুব দিবস ২০১৮ উদ্যাপন কমিটির সদস্য সোম্যজিতা শ্রুতি ও অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। এবারের ম্লোগান ছিল ‘যুবদের জন্য নিরাপদ স্থান’। এ উপলক্ষ্যে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে গতকাল রোববার সকালে যুব ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসাবে নির্বাহী ম্যাজিষ্ট্রেট একে এম নূর হোসেন নির্ঝর, সিডিও আবদুল্লাহ আল বাকী। আলোচনা সভা শেষে ৪০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক-যুবতীর মাঝে সনদপত্র ও ১৪ জনকে ২ লাখ ৮৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।