শিরোনাম:
চুয়াডাঙ্গা ও জীবননগর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সমীকরণ প্রতিবেদন
- আপলোড টাইম : ০৮:৫৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৮০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক/জীবননগর অফিস: চুয়াডাঙ্গা ও জীবননগরে পানিতে ডুবে এক প্রতিবন্ধী শিশুসহ দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার হাসান আলীর ছেলে বাক-প্রতিবন্ধী তাহমিদ (৯) অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে মারা যায়।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে জীবননগর পৌর শহরের কোর্টপাড়ার বাসিন্দা আবু তাহের রনির শিশু সন্তান রায়হানের (৪) পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন তাকে না পেয়ে খুঁজতে থাকে। একপর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় শিশু রায়হানের লাশ দেখতে পায় স্থানীয়রা। এসময় স্থানীয় প্রতিবেশিদের সহযোগিতায় শিশু রায়হানের মৃতদেহ পানির ভিতর থেকে উদ্ধার করে উপরে নিয়ে আসে। এদিকে, একমাত্র শিশু সন্তানকে হারিয়ে মা-বাবাসহ পরিবারের সকলে দিশেহারা হয়ে পড়েছেন এবং শিশু রায়হানের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগ :