লেখক ও সাংবাদিক সত্যেন সেনের মৃত্যুবার্ষিকীতে
নিজস্ব প্রতিবেদক: লেখক-সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক সত্যেন সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদের আয়োজনে সত্যেন সেন পাঠচক্র ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পাঠচক্রে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠি চুয়াডাঙ্গা জেলা সংসদের সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সঙ্গীত বিষয়ক সম্পাদক আদিল হোসেন, নাট্য সম্পাদক মিলন কুমার অধিকারী, চুয়াডাঙ্গা বিতর্কচর্চা কেন্দ্রের আহ্বায়ক অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা সত্যেন সেন ১৯০৭ সালের ২৮শে মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালের ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে তার মৃত্যু হয়। বিপ্লবি কমিউনিস্ট নেতা সত্যেন সেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঠচক্র ও আলোচনা সভায় চুয়াডাঙ্গা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অমিত কুমার সাধু খাঁর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা উদীচীর দপ্তর সম্পাদক তন্ময় কুমার বসু, কার্যনির্বাহী সদস্য মোল্লা মাহবুব, তুষার সিকদার, বিপ্লব ডোম, সেলিম মল্লিক প্রমুখ।