চুয়াডাঙ্গা আদর্শ স্কুলে সততা স্টোর উদ্বোধনকালে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড টাইম : ০৯:২৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮
- / ৫৪৩ বার পড়া হয়েছে
দুর্নীতিমুক্ত দেশ হলেই দেশ দ্রুত উন্নতি লাভ করতে পারবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার প্রধান অতিথি থেকে এই সততা স্টোরের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতিমুক্ত দেশ হলেই দেশ দ্রুত উন্নতি লাভ করতে পারবে।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরি জিপু, চুয়াডাঙ্গা দুর্নীতি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান প্রফেসর সিদ্দিকুর রহমান, সম্পাদক রেবেকা সুলতানা, প্রধান শিক্ষক নূর হোসেন, সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের নির্দেশে দুর্নীতি প্রতিরোধে তরুণ প্রজন্মের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দেশবাপী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘ গঠিত হয়েছে ইতোমধ্যে। দুদক এবার শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা চর্চার লক্ষ্যে পরীক্ষামূলকভাবে বিক্রেতাবিহীন সততা স্টোর চালুর উদ্যোগ গ্রহণ করেছে। এই সততা স্টোরে কোনো বিক্রেতা থাকবে না। শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও অন্যান্য জিনিসপত্র সাধারণ দোকানের মতো এখানে সাজানো অবস্থায় থাকবে। প্রতিটি জিনিসের একটি মূল্য তালিকা টানানো থাকবে সেখানে। শিক্ষার্থীরা তার প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততা স্টোরের রেজিস্ট্রারে তা লিপিবদ্ধ করে নির্ধারিত মূল্য পরিশোধ করবে। জিনিসপত্রের মূল্য পরিশোধের জন্য সততা স্টোরে একটি ক্যাশবাক্সও রক্ষিত থাকবে। ওই বাক্সে জিনিসপত্রের মূল্যের অর্থ রেখে দিতে হবে। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সততা স্টোরের জিনিসপত্রের বেচাবিক্রি হিসাব-নিকাশ করবে।