চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে মেয়র জিপু
- আপলোড টাইম : ০৯:১৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
- / ৬৬৪ বার পড়া হয়েছে
শিক্ষকরাই পারে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ তৈরী করতে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক-শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ওবায়দুর রহমান চৌধুরি জিপু। প্রধান অতিথির মেয়র ওবায়দুর রহমান চৌধুরি জিপু বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বছরের প্রথমদিনই ছাত্রছাত্রীর হাতে বই পৌছে দেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা ছাত্র-ছাত্রীদেরকে নিজের সন্তান মনে করে শিক্ষা দিবেন তাহলে ছাত্র-ছাত্রী আদর্শ শিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষার মান উন্নয়নে হলে বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন হবে। তিনি ছাত্র-ছাত্রীদের বলেন, তোমরা বাবা মা ও শিক্ষকদের কথামত চলবে তাহলে অবশ্যই একদিন প্রকৃত মানুষের মত মানুষ হতে পারবে বলে আমি বিশ্বাস করি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন শুধু পড়াশুনা আর ভাল ফলাফল অর্জন করলেই হবে না, পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবেও নিজেকে তৈরি করতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের সু-শিক্ষা প্রদানে শিক্ষক-অভিভাবকসহ সচেতনমহলকে এগিয়ে আসতে হবে। কেননা আজকের শিক্ষার্থীরা আগামী দিনের দেশ পরিচালনা করবে। সহকারি শিক্ষক আব্দুল আজিজের উপস্থাপনায় অতিথি হিাসাবে থেকে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য শফিউল ইসলাম, মহিলা অভিভাবক সদস্য ও ১, ২, ৩ নং ওয়ার্ডের মহিলা ওয়ার্ড কাউন্সিলর শাহিনা আক্তার, অভিভাবক সদস্য করিম আলী, আসলাম উদ্দীন, আজিজুল হক, করিম আলী, হায়দার আলী। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক রেজাউল হক। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন বেলাল হোসেন।